Latest News

♥ সৃষ্টকুলে নবীজি ﷺ এর মত আর কেউ নেইঃ
বিস্তারিত :- (www.sahihaqeedah.com)
===============

‎عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : ” نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الوِصَالِ ، قَالُوا : فِإِنَّكَ تُوَاصِلُ ، قَالَ : أيُّكُمْ مِثْلِي ؟ ، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ . (متفق عليه)

অনুবাদঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত।
তিনি বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওমে ওয়েসাল (এমন রোজা যার কোন সেহরিও নেই ইফতারও নেই) রাখতে নিষেধ করেছেন। তখন কিছু সাহাবী নবীজি (ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা) এর নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসুল ! আপনি নিজেও তো সওমে ওয়েসাল পালন করেন। নবীজি এরশাদ করলেন,
♦ তোমাদের মধ্যে কে আছ আমার মত?
আমি তো এমন ভাবে রাত্রি যাপন করি যেন আমার রব আমাকে খাওয়ান এবং পান করান।

Reference :

★ সহিহ বোখারী, রোজা অধ্যায় ২/৬৯৩ হাঃ ১৮৬১
★ সহিহ মুসলিম ২/৭৭৪ হাঃ ১১০২
★ সুনানে আবু দাউদ ২/৩০২ হাঃ ২৩৬০
★ সুনানে কুবরা নাসাঈ ২/২৪১ হাঃ ২৩৬৩
★ মুয়াত্তা ইমাম মালেক ১/৩০০ হাঃ ৬৬৭
★ মুসনাদে আহমদ বিন হাম্বল ২/১০২ হাঃ ৫৭৯৫
★ সহিহ ইবনে হিব্বান, ৮/৩৪১ হাঃ ৩৫৭৫]

0 Comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Blogger Template