শুধু আহলুস সুন্নাহই জাকির নায়েককে পরিত্যাগ করেন নি ওহাবী দেওবন্দ থেকেও তাকে বাতিল বলে ঘোষসা করা হয়েছে তাছাড়া তার বাতিল আকিদার জন্য সারা বিশ্বের আজ কোটি কোটি মুসলমামের কাছে সে বিতর্কের পাত্র হচ্ছে দিন দিন অতি সংক্ষেপে কিছু প্রমান :-


যারা জাকির নায়েককে বাতিল বলে মন্তব্য করেছেন নিচের বক্তব্য গুলোতে কারন বুঝতে হলে অবশ্যই নিচের লিংকগুলোতে গিয়ে বিস্তারিত পড়তে হবে :

ড. জাকির নায়েকের ভ্রান্ত আকিদা সমুহ :-

http://goo.gl/mdcnqi


কারবালার ক্রিমিনাল কুখ্যাত ইয়াজিদ ড. জাকির নায়েকের চোখে হিরো !!!

http://goo.gl/2aqwdm

কাফির ইয়াজিদ কি ন্যায়সঙ্গত উত্তরাধিকারী?

http://goo.gl/hyGvBy




দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা (ভারতবর্ষের শীর্ষস্থানীয় ইসলামী মাদ্রাসা) জাকির আব্দুল কারিম নায়েকের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক ফতোয়া দিয়েছেন। ২০০৮ সালে এরা নায়েকের সম্বন্ধে বলেছেন—
“…একজন গাইর মুক্বাল্লিদীন প্রচারক …তার কথার উপর নির্ভর করা উচিত নয়”১

“…তিনি নির্ভরযোগ্য নন, এবং মুসলমানদের তার কথা শোনা উচিত নয়।”২

এরা আরো বলেন যে—

“…ভুল ধারণা ছড়িয়ে তিনি ইলম ও হিকমতের পথ থেকে সরে গেছেন এবং সরল মুসলমানদের ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছেন।”৩

আরো অনেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় নেতা জাকির নায়েকের বিরুদ্ধে এই ধরনের বিরোধিতা প্রকাশ করেছেন।৪ জুন ২০১০ সালে জাকির নায়েকের যুক্তরাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা সমর্থন করেছে যুক্তরাজ্যের ২০লক্ষ সুন্নি মুসলমানদের প্রতিনিধিত্ব British Muslim Forum সংগঠন। মাওলানা আহমাদ নিসার বেগ কাদরি, ব্রিটিশ মুসলিম ফোরামের ভাইস-চেয়ারমান বলেন—

“Dr. Zakir Naik is a very controversial figure. He openly supports Al Qaeda and the Talibans. He openly ridicules other faiths as well as the beliefs of the Ahl-us-Sunna (Traditional Sunnis)… Dr Zakir Naik is medical doctor by professional training and not an Islamic preacher or scholar. He has no degree in Islamic studies and gives speeches designed to mock and incite hatred of other faiths as well as create divisions amongst Muslim sects. Those Muslims who support Naik are in the minority. They are either Wahhabi-influenced or, English-speaking Muslim enthusiasts wanting, with the right intentions, to learn about their religion but from the wrong guy”
[ ডাঃ জাকির নায়েক বেশ বিতর্কিত একজন ব্যক্তি। তিনি প্রকাশ্যে আল-কায়েদা ও তালেবানদের সমর্থন করেন। তিনি প্রকাশ্যে অন্যান্য ধর্ম এবং আহ্‌ল-উস-সুন্না সম্পর্কে টিটকারি করেন … ডাঃ জাকির নায়েক পেশা হিসেবে একজন ডাক্তার, ইসলামী প্রচারক বা পণ্ডিত নন। ইসলামি স্টাডিসে তার কোনো ডিগ্রী নেই। অন্য ধর্মকে ব্যঙ্গ করা ও এদের প্রতি ঘৃণা সৃষ্টি করার উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেন, তা ছাড়াও তিনি বিভিন্ন মুসলমান দলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন। যারা নায়েকের সমর্থন করেন তারা সংখ্যালঘু। এরা হয় ওয়াহাবী-প্রভাবিত মুসলমান আর হয় ইংরেজি-ভাষী মুসলমান যারা ভাল উদ্দেশ্যে ভুল ব্যক্তির কাছে ধর্মের দীক্ষা পাচ্ছে।]৫



 অল-ইন্ডিয়া উলেমা কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মাওলানা মেহমুদ দরিয়াবাদী নায়েকের সম্পর্কে বলেছেন—

“...তিনি কোন ‘আলেমও নন, কোন মুফতিও নন। তিনি যেভাবে ইচ্ছা ইসলাম অনুশীলন করতে পারেন, কিন্তু মঞ্চ থেকে তার ফাতোয়া দেয়া উচিত না।” ৬

সমাজবিজ্ঞানী ইমতিয়াজ আহমেদ বলেন,

সৌদিরা মনে করেন যে সারাবিশ্বের মুসলমানদের শুদ্ধিবাদী সালাফি ইসলামে কন্‌ভার্ট করতে তাদের আল্লাহপ্রদত্ত অধিকার আছে। নায়েক হল জনগণের কাছে তাদের চেহারা... এই অহংকারী ওয়াহাবি মতবাদ ইন্ডিয়ার প্রচলিত সহনশীল ইসলামের বিপরীত। আমি তাকে টেলিভিশনে কয়েক বার দেখেছি এবং আমি তার বিষয়ে গভীরভাবে হতাশ। ৭



২০০৮ সালে ইন্ডিয়ার সর্বোচ্চ সুন্নি ইসলামী সংস্থা, রাজা একাডেমি, জাকির নায়েকের টেলিভিশন প্রোগ্রাম বন্ধ করার দাবী করেছেন। দারুল-উলুম হানাফিয়া রিজবিয় (মুম্বাই)-এর মাওলানা আশরাফ রাজা নায়েকের বিরুদ্ধে আবার ফতোয়া দিয়েছেন।৮


 রাজা একাডেমির সদস্য ইবরাহিম তাহিল বলেন—

“তিনি আগে খ্রীষ্টানদের আক্রমন করতেন, কিন্তু এখন তিনি সুন্নি মুসলমানদের বিরুদ্ধে। আমরা আর.আর. পাতিল ও কেএল প্রসাদের সঙ্গে বৈঠক করে নায়েকের প্রোগ্রাম নিষেধ করতে তাদের উৎসাহিত করেছি।”৯

কিছু বিশিষ্ট ভারতীয় মুসলিম চিন্তাবিদ, যেমন সালমান খুরশিদ ও জাভেদ আখতার নায়েকের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি ভারতীয় মুসলিম সমাজকে চরমপন্ঠী বানাতে চেষ্টা করছেন এবং জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করছেন। ভারতীয় মুসলমান নায়েকের বিরুদ্ধে রাগ প্রকাশ করেছেন যে তিনি সুফিদেরকে “কবর পূজাকারী” বলেন।

ইংল্যান্ডের কিছু মুসলমান জাকির নায়েকের বিরুদ্ধে প্রচার করে দেখিয়েছেন যে তিনি ইসলামী ইতিহাস ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এবং তার গোড়া ওয়াহাবী দৃষ্টিভঙ্গি বিপজ্জনক।


তার সর্বকালের মাশুলবিহীন জঘন্যতম ভুল :

জাকির নায়েকের দৃষ্টিতে, ইসলামি ইতিহাসের মধ্যে যা কিছুই আছে কেন তা অবশ্যই ত্রুটিহীন, এবং ইসলামি ইতিহাসের বাইরে যা কিছু আছে অবশ্যই ত্রুটিপূর্ণ ও খারাপ। তার দৃষ্টিতে, তার নিজের মতামতের বাইরে যা কিছু আছে সবই তার কাছে জাহিলিয়া (অজ্ঞতা), এবং ইসলামী উম্মাহ্‌র মধ্যে যা কিছু আছে তা বিশুদ্ধ। এই মনোভাব প্রকাশ পেয়েছে যখন নায়েক অখ্যাতিজনক বিশ্বাসঘাতক ইয়াযিদের সম্পর্কে বলেছেন “রাদি আল্লাহুতা’আলা আনহু”, অর্থাৎ “আল্লাহ্‌ তার উপর সন্তুষ্ট হউক।” এই ইয়াযিদ ছিলেন প্রাচীন ইসলামের একজন কলঙ্কিত নেতা, যাকে সুন্নি উলেমা বলেছেন “একজন ফাসিক (পাপী) (আবার অনেকে কাফিরও বলেছেন) যিনি নিজ মা, বোন ও মেয়ের সাথে যৌনসংগম করেছেন, যিনি মদ খেতেন ও নামাজ পড়েননি।”১০

 মদিনার বিরুদ্ধে এক আক্রমনে তিনি ১,০০০ নারীর ধর্ষণ ও ১০,০০০ মানুষের বন্দীত্বে নেতৃত্ব দেন,১১

 এবং বলা হয়েছে এই ইয়াযিদ সমকামী ছিলেন। কিন্তু জাকির নায়েকের দৃষ্টিতে, এই ইয়াযিদ হল একজন জান্নাতি মু’মিন যাকে সমর্থন করা দরকার।

********



1. দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ-ভারত প্রশ্ন #৭০৭৭,
(http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=7077)

2. দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ-ভারত প্রশ্ন #১৭১,
(http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=171)

3. দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ-ভারত প্রশ্ন #১১০,
(http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=110)

4. দারুল উলুম টাইম্স অব ইন্ডিয়া লিখেন, “A day after a Lucknow-based mufti issued a fatwa against Naik, a group of Sunni ulema from Mumbai, on Saturday, accused him of working at the behest of Saudi Arabia-backed Wahabis and Deobandis. The group also called for Naik's immediate arrest and a ban on his conference scheduled to be held at the Somaiya ground in Sion from November 14 to 23. The group has also threatened to disrupt Naik's Islamic conference if the state government did not cancel it.”
       - মুহাম্মাদ ওয়াজিহুদ্দিন, টাইমস অব ইন্ডিয়া, ৮ নভেম্বর, ২০০৮ link here

5. http://sunninews.wordpress.com/2010/06/29/muslims-supported-the-u-k-ban-on-zakir-naik/

6. মুহাম্মাদ ওয়াজিহুদ্দিন, TNN, Asia News, ১৯ নভেম্বর, ২০০৮,

7. http://english.siamdailynews.com.
Ibid.

8. শাহ্নাওয়াজ ওয়ারসি, নভেম্বর ১৩, ২০০৮, www.sunninews.wordpress.com

9. ইবরাহিম তাহিল, রাজা একাডেমী, নোভ ৮, ২০০৮ (http://sunninewsonline.com/?p=325).


10. ইবন সা’দ, তাবাকাত আল-কুবরা, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৬৬; সাহাবা আব্দুল্লাহ্ ইবনে হানজালা (রাঃ) থেকে বর্ণিত।

11. শেখ আল-হাদিস মুহাম্মাদ জাকারিয়া, আউ খানার আল মাসালিক, খণ্ড ৩, পৃষ্ঠা ৪৫০।

See more details :

http://banglaislamicknowledge786.blogspot.com/2014/05/blog-post_1185.html?m=1


0 Comments:

Post a Comment

 
Top
Blogger Template