بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম




1|1|শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
1|2|যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
1|3|যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
1|4|যিনি বিচার দিনের মালিক।
1|5|আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
1|6|আমাদেরকে সরল পথ দেখাও,
1|7|সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

0 Comments:

Post a Comment

 
Top
Blogger Template