রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেনঃ তোমরা আমার কাছে এই মর্মে বায়’আত গ্রহণ কর যে,
- আল্লাহ্‌র সঙ্গে কিছু শরীক করবে না,
- চুরি করবে না,
- যিনা করবে না,
- তোমাদের সন্তানদের হত্যা করবে না,
- কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং
- নেক কাজে নাফরমানী করবে না।
তোমাদের মধ্যে যে তা পূরণ করবে, তার বিনিময় আল্লাহ্‌র কাছে। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফ্‌ফারা। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ্ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহ্‌র ইচ্ছাধীন। তিনি যদি চান, তাকে মাফ করে দেবেন আর যদি চান, তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়’আত গ্রহণ করলাম।
( সহিহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ২/ ঈমান
হাদিস নম্বরঃ ১৭)

0 Comments:

Post a Comment

 
Top
Blogger Template