প্রশ্ন : হাদিসে কোন কোন রঙের পাগরি পড়ার ব্যাপারে আছে?

Ans By MASUM BILLAH SUNNY

সুলাইমান ইবনে আবী আব্দুল্লাহ (রাঃ) বর্ণনা করেন যে,
আমি প্রথম যুগের মুহাজ্জিরিন গনকে দেখেছি  তারা কালো, সাদা, লাল এবং সবুজ রঙের এর পুরো পাগড়ি পরা ছিল।
[আল-মুসান্নাফ ইবনে আবি শায়বা (6/48) : হাদিস 25489]

★ বুখারী, মুসলিম শরীফে কালো পাগরি সম্পর্কে অনেক হাদিস এসেছে।

★ আতা বিন রাবাহ (রাঃ) থেকে বর্নিত,
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মাথায় সাদা পাগরি বেঁধেছেন (অথবা আব্দুর রহমান বিন আউফ (রাঃ)।
★ মিশকাতঃ 377 পৃঃ এবং
★ ইমাম বায়হাকিঃ শুয়াবুল ইমান।

0 Comments:

Post a Comment

 
Top
Blogger Template